“উন্মেষ মেডি এডভান্স এক্সপেরিয়েন্স এক্সাম” কার্যক্রমে ভর্তি চলছে…

লেখক: অপরিচিত | সঙ্কলনের দিন: নভেম্বর 07, 2019

তোমরা অনেকেই হয়ত ইতিমধ্যে জেনেছ যে, এবছর (২০১৯) মেডিকেল ভর্তি পরীক্ষা নতুন পদ্ধতিতে (প্রত্যেক পরীক্ষার্থীর জন্য ইউনিক প্রশ্নসেট) অনুষ্ঠিত হয়েছে। তোমরা জেনে আনন্দিত হবে যে, বাংলাদেশে একমাত্র উন্মেষ-ই উক্ত ইউনিক এক্সাম সিস্টেম-এ সকল পরীক্ষা নিয়ে থাকে। যে কারণে এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় উন্মেষিয়ানদের সাফল্যের হারও ঈর্ষণীয় (জাতীয় মেধায় প্রথম ১০ এ ৬ জন সহ এখন পর্যন্ত DMC তে সর্বোচ্চ ১৫৩ জন এবং সরকারি মেডিকেলে সর্বমোট ২৫০০+ উন্মেষিয়ান চান্স পেয়েছে) ।

নতুন এই পদ্ধতিতে তোমাদের অগ্রীম অভিজ্ঞতার জন্য সারা দেশের HSC ২য় বর্ষের বিজ্ঞান শিক্ষার্থীদের অংশগ্রহণে উন্মেষ আয়োজন করতে যাচ্ছে “মেডি এডভান্স এক্সপেরিয়েন্স এক্সাম (বিস্তারিত নিচে দেখে নাও) । আশা করি এই অভিজ্ঞতা মেডিকেল ২০২০ ভর্তি পরীক্ষায় তোমাদের এগিয়ে থাকতে সাহায্য করবে। উপরন্তু, দেশসেরা প্রথম ৫০০০ জনের জন্য মেধাবৃত্তি জিতে নেওয়ার সুযোগ তো থাকছেই!

রেজিস্ট্রেশন ফ্রি!

কার্যক্রম-এর উদ্দেশ্য: নতুন পদ্ধতির মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পর্কে অগ্রীম ধারণা লাভ এবং তুমুল প্রতিযোগিতার এই যুগে ভর্তি প্রস্তুতি কিছুটা হলেও এগিয়ে রাখা।

যারা ভর্তি হতে পারবে: দেশব্যাপী HSC ২০২০ বিজ্ঞান বিভাগের যেকোন পরীক্ষার্থী।

পরীক্ষার ধরন: মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ- ১০০ টি MCQ, ১০০ নম্বর , সময় ১ ঘন্টা (ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না)।

পরীক্ষার সিলেবাস: জীববিজ্ঞান ২য় পত্র, রসায়ন ২য় পত্র, পদার্থবিজ্ঞান ২য় পত্র, ইংরেজি ও সাধারণ জ্ঞান

(সাধারণ জ্ঞান ১২ পৃষ্ঠার বুলেটিন রেজিস্ট্রেশনের সময় অফিস থেকে সরবরাহ করা হবে)।

পরীক্ষার তারিখ: ৬ ডিসেম্বর, ২০১৯ (শুক্রবার) ।

https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/faa/1.5/16/1f449.png  রেজিস্ট্রেশন ফরম ডাউনলোড করতে ক্লিক করুন: http://bit.ly/2X8ieTh

পরীক্ষার সময়:

   মেয়ে: সকাল ৮ টা/সকাল ৯:৩০ টা/সকাল ১১ টা।

   ছেলে: বিকাল ২:৩০ টা/বিকাল ৪ টা/বিকাল ৫:৩০ টা।

উৎসাহমূলক মেধাবৃত্তি: ৫ লক্ষ টাকা (প্রথম ৫০০০ জন X ১০০/-) । 

 

 


< সকল পোষ্টে ফিরে চলুন