‘মেডিকেল ফাইনাল মডেল টেস্ট ২০১৯’ কার্যক্রমে ভর্তি চলছে…

লেখক: অপরিচিত | সঙ্কলনের দিন: আগস্ট 03, 2019

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নের অনুরূপ প্রশ্নপত্রের উপর অনুশীলন করতে পারলে একজন মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থী বিভিন্ন দিক দিয়ে উপকৃত হতে পারে। যেমন, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরণ, সময়, মান ইত্যাদির সাথে পরিচয় হওয়া এবং পরীক্ষাভীতি দূর করে সঠিক প্রশ্ন নির্বাচনের মাধ্যমে পরীক্ষার নির্ধারিত সময়কে যথাযথভাবে কাজে লাগানো। উন্মেষ পরিবার মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বপ্নপূরণে এমন সুবিধাগুলোর সমন্বয়ে বরাবরের মতো এবারও আয়োজন করেছে ‘মেডিকেল ফাইনাল মডেল টেস্ট ২০১৯’। যার মাধ্যমে মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ প্রশ্নের মাধ্যমে পরীক্ষা দিয়ে তাদের পড়াশোনার অবস্থা সম্পর্কে স্বচ্ছ একটি ধারণা অর্জন করতে পারবে।

উন্মেষের এ বছরের ‘মেডিকেল ফাইনাল মডেল টেস্ট ২০১৯’-তে থাকছে পেপার ফাইনাল এক্সাম ৬টি, সাবজেক্ট ফাইনাল এক্সাম ৫টি, ফাইনাল মডেল টেস্ট ১৫টি, মেডিকেল সম্ভাবনা পরীক্ষা ১টি, কোচিং বন্ধকালীন ১৫ সেট প্রশ্ন-OMR + ১৭ টি অনলাইন এক্সাম, ১টি মেডিকেল প্রশ্নব্যাংক, ১টি GKE প্রশ্নব্যাংক, ৪ টি মান্থলি GK আপডেট, বিষয়ভিত্তিক ৬টি এক্সট্রা ইনফো (জুন-২০১৯ সংস্করণ) ও ১টি ফাইনাল সল্যুশন বুক।

‘মেডিকেল ফাইনাল মডেল টেস্ট ২০১৯’-এর ভর্তি ফি ১০০০/-। যার ভর্তি চলছে ‘উদ্ভাস-উন্মেষ’-এর সকল শাখায়।

উল্লেখ্য, উন্মেষ-এর ‘ইউনিক এক্সাম সিস্টেম’-এর সুবাদে অন্য মেডিকেল কোচিং-এর শিক্ষার্থীরা প্রয়োজনে তাদের রুটিন-এর সাথে মিল রেখে একই বিষয়ের পরীক্ষা একই দিনে উন্মেষেও দিতে পারবে।

 


< সকল পোষ্টে ফিরে চলুন